নীলটেক নীলকুঠিরঃ নীলটেক নীলকুঠির একটি অনেক পুরানো কুঠির। এখানে প্রায় শত শত বছর আছে যখন এই দেশে ইংরেজদের শাষন ইংরেজরা চালাত তখন তারা তাদের সুবিধার্থে এই নীলকুঠির টি স্থাপন করে।ইংরেজরা এখানে নীল প্রক্রিয়া জাত করে বাজার জাত করত। এই নীলকুঠির টি এখনো মানুষ দেখার জন্য মাঝে মাঝে ভির জমায়।অনেক আগে নীলকুঠির টি বেশ উচু ছিল। স্থানীয় মানুষের কাছে শুনা অনেক আগে যখন ডিজিটালের ছোয়া সভ্যার লাগে নাই তথন মানুষজন তারের গ্রামটি কে দুরের কোন গ্রাম থেকে এই নীলকুঠির দেখে সনাক্ত করত। আর এই নীল কুঠির এর নামানুসারেই এই গ্রামের নামকরন করা হয় নীলটেক। কুঠিরটি সায়েস্তা ইউনিয়ন পরিষদ থেকে উত্তর দিকে সিংগাইর এর দিকে প্রায় তিন কি. মি. দুরে অবস্থিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস