Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাহরাইল সিদ্ধাবাড়ী মাজার
স্থান
সাহরাইল সিদ্ধাবাড়ীর মাজার ইউনিয়ন পরিষদের দক্ষিণদিকে আবস্থিত।
কিভাবে যাওয়া যায়
সিংগাইর বাস স্ট্যেন্ড হতে সাহরাইল বাস স্ট্যেন্ডে নেমে ইউনিয়ন পরিষদের দক্ষিণদিকে আবস্থিত।
বিস্তারিত

সাহরাইল সিদ্ধাবাড়ীঃ এটি একটি প্রসিদ্ধ স্থান। এ স্থানে প্রতি বছর সিদ্ধার্থীরা একটি মেলার আয়োজন করে থাকে। এ মেলাটি ৩০০ থেকে ৪০০ বছর যাবত উদযাপিত হয়ে আসছে। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই মেলাটি শুরম্ন হয় এবং এক মাস ব্যাপী মেলাটি চলে। এই মেলায় সার্কাস, পুতুল নাচ, যাত্রার আয়োজন করা হয়। এছাড়াও এই মেলায় নাগরদোলা, রিং খেলাসহ অন্যান্য খেলার সমাহর হয়। এই মেলাটি অনেক জনপ্রিয় মেলা হিসেবে বিবেচিত। কারণ এই মেলাটি অনেক দূর-দূরান্তথেকে লোক এসে উপভোগ করে। এটা ইউনিয়ন পরিষদের দক্ষিণদিকে আবস্থিত।