Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
সাহরাইল দলিল উদ্দিন মাজার শরীফ
স্থান
মাজার টি সায়েস্তা ইউনিয়ন পরিষদ থেকে প্রায় আধা কি. মি. দক্ষিনে অবস্থিত
কিভাবে যাওয়া যায়
সিংগাইর বাস স্ট্যেন্ড হতে সাহরাইল বাস স্ট্যোন্ড হয়ে ১ কিলোমিটার দূরে দক্ষিন দিকে অবস্থিত।
বিস্তারিত

 

দলিল উদ্দিন মাজার শরীফ:হযরত ছৈয়দ মাসুম করিম সোলাইমান আহম্মদ শাহ্ ওরফে দলিলুর রহমান আল কাদেরী (র:) সায়েস্তা শরীফটি দলিল উদ্দিন মহা পবিত্র মাজার শরীফ নামে পরিচিত। এই মাজারের অসংখ্য ভক্ত রয়েছে সায়েস্তা ইউনিয়নের মধ্যে তথা পুরো দেশ জুড়ে।এই ভক্তরা প্রতি বছর একটি পবিত্র ওরশ এর আয়োজন করে থাকে। ওরশটি প্রতি বছর বাংলা মাসের 5 ই ভাদ্র তারিখে অনুষ্টিত হয়। আর এই 5 ই ভাদ্রতেই দেখা যায় অসংখ্য ভক্তদের আনাগুনা।দলিলুর রহমান আল কাদেরী (রঃ)12 ই জুন 1993 সালে রোজ শনিবার পরপারে পারি জমায়।আর তার কবরকে কেন্দ্র করে এই পবিত্র মাজার শরিফটি গড়ে ওঠে। মাজার টি সায়েস্তা ইউনিয়ন পরিষদ থেকে প্রায় আধা কি. মি. দক্ষিনে অবস্থিত।